শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিনা অনুমতিতে পাওয়ার গ্রীড উপকেন্দ্রের গাছ কাটার অভিযোগ

নাটোরে বিনা অনুমতিতে পাওয়ার গ্রীড উপকেন্দ্রের গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের পাওয়ার গ্রীড উপকেন্দ্রের ভিতরের দুটি সরকারী গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শহরের হরিশপুরে পাওয়ার গ্রীড উপকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা তাদের জ্বালানির  প্রয়োজনে ওই দুটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলেছেন।

গাছ দুটি কাটা হয়নি দাবী করে কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন জানিয়েছেন গাছ দুটির শুধু ডাল কাটা হয়েছে। কেন্দ্রে কর্মরত আনসার সদস্যদের জ্বালানীর প্রয়োজন মেটানোর জন্য গাছের মরা ডাল কাটা হয়েছে। কেন্দ্র থেকেই আনসার সদস্যদের রান্নার জ্বালানীর মাসিক চাহিদা পুরন করা হয়। উর্ধতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নেয়া হয়েছে বলে তিনি জানান।

এমনকি নিউজ করে কোন কিছুই করতে পারবেন না বলে তিনি দম্ভোক্তি করেন। তবে এবিষয়ে কিছুই জানেননা বলে জানিয়েছেন উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহম্মদ হাসানুর রহমান। 

এবিষয়ে কোন ধরনের অনুমতি নেয়া হয়নি বলে জানিয়েছেন নাটোর বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান।

বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সোর্বিক) মাসুদুর রহমান।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …