নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার ইনচার্জ আবু রায়হান মন্ডল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ফেরদৌসুর রহমান, উপমহাব্যবস্থাক মাছুদুর রহমান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব প্রমুখ। এরপূর্বে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া সকালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানি লিমিটেডসহ কয়েকটি বীমা প্রতিষ্ঠানের উদ্যোগে নন্দীগ্রাম শহরে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

আরও দেখুন

অবশেষে উচ্চ আদালতের আদেশে প্রতীক পেলেন ফরিদা!

নিজস্ব প্রতিবেদক:উচ্চ আদালতের আদেশে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পেলেন …