সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,লালপুর:
দীর্ঘ দিন পরে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আড়বাব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অফিস কক্ষে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই কমিটির নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর। ২০মে ২০২৩ ইং তারিখে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান স্বাক্ষরিত এই কমিটির তালিকা দেখা যায়।

উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সহ—সভাপতি আ,স,ম মাহামুদুল হক মুকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। জানা যায়, ২৭ জুলাই ২০২২ ইং তারিখে উপজেলা আওয়ামীলীগের ত্রি—বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলুর নাম ঘোষণা করা হয়। পরে ওই দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলুর নাম পরিবর্তন করে সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগরের নাম অন্তর্ভুক্ত করা হয়। সহ—সভাপতি আ,স,ম মাহমুদুল হক মুকুল, যগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় সহ ৪ সদস্য উপজেলা আওয়ামীলীগের কমিটি করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …