নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ কর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, খুন, ধর্ষন ও সন্ত্রাস প্রতিরোধ এবং নারদ নদ বাঁচানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী নাটোর জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম, নাটোর জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদীপ লাকড়া প্রমুখ। দ্রব্যমূল্যর অব্যাহত বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে সিন্ডিকেট ভেঙে তাদের বিরুদ্ধে শাস্তি দাবি জানান। এছাড়াও নারদ নদ সংস্কার করে মশা উৎপত্তিস্থল উচ্ছেদের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

আরও দেখুন

নন্দীগ্রামে এক ব্যবসায়ীর জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে) বিকেলে নন্দীগ্রাম …