নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে তিনদিন ব্যাপী  কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নাটোরে তিনদিন ব্যাপী  কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের প্রকল্পের আওতায় নাটোরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে  উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

ক্রমবর্দ্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য যোগানে টেকসই ও পরিবেশবান্ধব আধুনিক কৃষিতে ব্যবহৃত লাগসই প্রযুক্তি সমুহের ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকী সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ পদ্বতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তিসহ মোট ১৬ টি স্টল স্থান পেয়েছে। তিনদিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল  ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত চলবে।

আরও দেখুন

বড়াইগ্রামে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: এক বিঘা জমিতে চাল কুমড়া, খিড়া ও তরমুজ চাষ করেছিলেন নাটোরের বড়াইগ্রামে কৃষক …