রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ

বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
ভাপা পিঠা, চিতুই, ঝাল পিঠা, দুধ চিতই, নারকেল পিঠা, মাছ পিঠা, পুলি, ছাঁচ, ছিটকা, ক্ষীর কুলি, সেদ্ধ পুলি, বিবিখানা, গোকুল, গোলাপফুল পিঠা, রসফুল, ঝালপোয়া, নকশি, চাঁদ পাকান, পাটি সাপটা থেকে শুরু করে চালের রুটি ও সাথে হাঁসের মাংস পর্যন্ত বাহারী দুইশো’রও বেশি রকমের পিঠা নিয়ে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বসন্ত বরণ। শনিবার উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব। সকালে নাটোর—৪ (বড়াইগ্রাম—গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী সহ বিভিন্ন সুধীজন।
১৯টি স্টলে কলেজের বিভিন্ন অনুষদের ছাত্রীরা রীতিমতো প্রতিযোগিতা করেই বিভিন্ন রকমের পিঠা বানিয়ে আনে।


বাহারী রকমের ও কম মুল্যে পিঠা কিনতে পেরে দারুণ খুশি আগত দর্শনার্থীরা। এই উৎসবকে ঘিরে কলেজের ছাত্রীরা নিজেরাও সেজেছে অপরুপ সাজে। উৎসবটি বর্তমান ও প্রাক্তণ ছাত্রী এবং অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …