বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে সাবেক পৌর মেয়র কারাগারে

লালপুরে সাবেক পৌর মেয়র কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

নাশকতা মামলায় নাটোরে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সাবেক মেয়র সহ বিএনপি ও ছাত্রদলের ৪ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার নাটোরের জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিন এর জন্য আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

যাদের কারাগারে পাঠানো হয়েছে, গোপালপুর পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম,এবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবেদ আলী মন্ডল,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি ও বিএনপি কর্মী আরিফ। জানা যায়,২৯ অক্টোবর ভোর ৫টায় লালপুর উপজেলার গৌরীপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে আটক করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

আরও দেখুন

বড়াইগ্রামে শহীদ মিকদাদ খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের …