রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পুঠিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পুঠিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া (রাজশাহী) :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রলির ধাক্কায় কাবিল সোলাইমান (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী পূর্বপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিল সোলাইমান নাটোর সদর উপজেলার আগদিঘী হাটপাড়ার মৃত তমিজ উদ্দীনের ছেলে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই ট্রলিটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। পরে ট্রলি ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …