শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর নবাব সিরাজ—উদ—দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) ও সাকাম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মজিবুল হক নবীর ইন্তেকাল

নাটোর নবাব সিরাজ—উদ—দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) ও সাকাম সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মজিবুল হক নবীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর নবাব সিরাজ—উদ—দৌলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক (অবঃ) ও সাকাম প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মজিবুল হক নবী (৭১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল রাত সাড়ে ১০ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে,জামাতাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মজিবুল হক নবীর পারিবারিক সুত্র জানায়, গত রবিবার নাটোর শহরের আলাইপুরস্থ নিজ বাসভবনে রাত সাড়ে ৮টার দিকে মজিবুল হক নবী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। সাথে সাথে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। তার মরদেহ নাটোরের বাড়িতে আনার পর তার প্রিয়জনরা তাকে এক নজর দেখার জন্য সেখানে ভীড় জমায়। তিনি তার জীবদ্দশায় একজন ভাল শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও ভাল মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার জোহরের নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে গাড়িখানাস্থ কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।

আরও দেখুন

নাটোর স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,নাটোরের স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জমিন উদ্দিন (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে। …