সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সেবা সপ্তাহ পালিত 

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের সেবা সপ্তাহ পালিত 

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে বনপাড়া হাইওয়ে থানার পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর এর নেতৃত্বে  অর্ধ-শতাধিক মানুষের অংশগ্রহণে হাইওয়ে থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়।

এসময়ে গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট, প্রশিক্ষণ কর্মশালা, যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যালো এইচপি অ্যাপস ডাউনলোড করা সহ দিনব্যাপী কর্যক্রম ও খাবার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর বলেন, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ চলছে। এটি গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে চালক, হেল্পার, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …