রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় ৪০৫ লিটার চোলাই মদসহ আটক ৪

পুঠিয়ায় ৪০৫ লিটার চোলাই মদসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর আদিবাসী পাড়ায় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১০ই ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৪শ পাঁচ লিটার চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-আদিবাসী পাড়ার মৃত ভরত সদ্দারের ছেলে সুরেশ সর্দ্দার (৫২), মৃত. মুক্তি সর্দ্দারের ছেলে গনেশ সর্দ্দার (৫০), নিবারন সর্দ্দারের ছেলে কার্তিক সর্দ্দার ও মৃত. জ্যেতিশ সর্দ্দারের ছেলে দীপক সর্দ্দার (২৮)।

পরে আটককৃত ব্যক্তিদের নামে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫
জানায় গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ প্রস্তুত করার সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ৪০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …