শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে ফেসবুক আইডিতে “টিকটক ভিডিও শেয়ার” করায় সংবাদকর্মী কে হত্যার হুমকি

লালপুরে ফেসবুক আইডিতে “টিকটক ভিডিও শেয়ার” করায় সংবাদকর্মী কে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে ফেসবুক আইডিতে ভিডিও শেয়ার করায় সংবাদকর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় এশিয়ান টিভির লালপুর প্রতিনিধি ওমর ফারুক ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করায় হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালি হত্যা সহ গুমের হুমকি প্রদান করেন মর্মে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক ওমর ফারুক। বৃহস্পতিবার রাতে প্রান আর,এফ,এল কোম্পানিতে বিজলী ক্যাবলস গ্রুপের ম্যানেজার মাগুরায় কর্মরত মোঃ হাবিবুর রহমান ও তার ভাগ্নে মোঃ বাপ্পির বিরুদ্ধে বিরুদ্ধে। এব্যাপারে লালপুর থানার ওসি মোঃ নাসিম আহাম্মেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রঞ্জু আহাম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক ওমর ফারুক খান নামের আইডিতে একটি টিকটক ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী একই এলাকার বাপ্পি কর্তৃক ওমর ফারুক কে ৭ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফোন করে হত্যা ও গুমের হুমকি প্রদানে ঘটনাটি ঘটেছে বলে দাবি ভুক্তভোগী ওমর ফারুকের। এ ব্যাপারে অভিযুক্ত হাবিবুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …