রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরের আড়বাব ইউনিয়নের চন্ডিগাছা গ্রামের জনৈক বজলুর রহমান এর বাড়ীর সাথে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, এলাকাবাসী আজ ৭ ফেব্রুয়ারি বুধবার আড়বাব ইউনিয়নের চন্ডিগাছা গ্রামের জনৈক বজলুর রহমান এর বাড়ীর সাথে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পুলিশের ধারণা রাত ১২ টা থেকে ভোর ৪ টার মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …