রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নর্থ বেঙ্গল সুগার মিলস সিবিএ দ্বিবার্ষিক নির্বাচন

নর্থ বেঙ্গল সুগার মিলস সিবিএ দ্বিবার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে ১৭ পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ সম্পাদক পদে ২১ জন ও সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৯৪৫ জন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিবিএ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: মঞ্জুর রহমান (দেওয়াল ঘড়ি), গোলাম কাওছার (ছাতা), মো: আশরাফুজ্জামান (উড়োজাহাজ)। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম (কলস), আকরাম হোসেন (টিউবওয়েল), রাজীব দেবনাথ (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন (হরিণ) ও দেলোয়ার হোসেন (আম) ও মো: শরিফ উদ দৌলা (ইক্ষু)। সহ-সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন (মাছ) শাজাহান আলী (গোলাপফুল) ও জাহাঙ্গীর আলম (আনারস)। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ (রেলগাড়ী), ইকবাল কাশিম (ফুটবল) ও মমিনুল ইসলাম (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন-২ (রিকশা) ও ওসমান গণি (বাস)। ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাকিমুর রশিদ (চাকা) ও সেন্টু মিয়া (হাতি)। অর্থ সম্পাদক পদে আব্দুল হালিম (গরুরগাড়ী) ও শাহেদ আলম (মোমবাতি)। এ ছাড়া সদস্য এলাকা-১ (কারখানা) পদে এমদাদুল হক (কবুতর), আব্দুল হালিম (মোরগ), মাসুদ রানা (কাপ পিরিচ), জাকির হোসেন (হাতুড়ি), সদস্য এলাকা-২ (প্রশাসন) পদে গোলাম শাহ আলম (ডাব) ও আবু নাঈম (বই)। সদস্য এলাকা-৩ (কৃষি) পদে আতিয়ার রহমান (কবুতর), তৌহিদা খাতুন (টর্চ লাইট), খন্দকার শফিকুল ইসলাম (মোরগ), রাহিমুল ইসলাম (চাঁদতারা), ছবির উদ্দিন (কলম)। সদস্য এলাকা-৪ (খামার) পদে আব্দুর রাজ্জাক (হাতুড়ি), আব্দুল মালেক (ঘোড়া), জাহিদুল ইসলাম (ডাব), জিয়াউর রহমান (কেটলি ) ও ইসলাম হোসেন (কবুতর)। আজ রবিবার ( ৪ ফেব্রুয়ারী) রবিবার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …