মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ৪২ জন দুঃস্থ মহিলার মাঝে চেক বিতরণ

নাটোরে ৪২ জন দুঃস্থ মহিলার মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:নাটোরে ৪২ জন দুঃস্থ মহিলার মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আ্হমেদ শহরের কানাইখালী এলাকায় তার নিজস্ব কার্যালয়ে তার ঐচ্ছিক তহবিল থেকে এই চেক বিতরণ করেন। ২০১৯-২০ অর্থবছরের এই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদসহ নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল স্তরের মানুষের ভাগ্যন্নোয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই চেকে প্রাপ্ত অর্থ সামান্য হলেও নিজেদের আয়বর্ধক কর্মকান্ডে ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে ৪২ জন দুঃস্থ মহিলার মাঝে মোট ২লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *