রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / পাটের বস্তা ব্যবহার না করায় নন্দীগ্রামে এক অটো রাইস মিল মালিককে জরিমানা 

পাটের বস্তা ব্যবহার না করায় নন্দীগ্রামে এক অটো রাইস মিল মালিককে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:

পাটের বস্তা ব্যবহার না করায় বগুড়ার নন্দীগ্রামে এক অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘায় অবস্থিত মেসার্স মায়ামনির অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার। 

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে ১০০টি প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪নং ধারা লঙ্ঘনে ১৪নং ধারা মোতাবেক মেসার্স মায়ামনির অটো রাইস মিল মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন, সরকারি নিয়মনীতি অনুস্মরণ করে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …