শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর শীত বস্ত্র বিতরণ

বড়াইগ্রামে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীর শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার থানার মোড়ে অনলাইন ই—কমার্স প্লাট ফর্ম ফলের ঝুড়ি এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন উপস্থিত থেকে এই শীত বন্ত্র বিতরণ করেন।
অনলাইন ই—কমার্স প্লাট ফর্ম ফলের ঝুড়ির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী তাহসীন বারী সুহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, দপ্তর সম্পাদক মতিউর রহমান সুমন, শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, সুহার মা রত্না বানু প্রমূখ।
তাহসীন বারী সুহা বলেন, আমি ২০২০ সাল থেকে থেকে অনলাইন ই—কমার্স প্লাট ফর্মে ফলের ঝুড়ি নামে একটি ব্যবসা শুরু করি। দেশের সর্ব বৃহৎ নারী প্লাট ফর্ম ‘উইমেন অ্যান্ড ই—কমার্স ট্রাস্ট’ (উই) নাটোর জেলার প্রতিনিধিত্ব করছি। এই কয়েক বছরে আমি একজন সফল ব্যবসাই হতে পেরেছি। আমি জাতীয় ভাবে স্মার্ট নারী উদ্যোক্তা আইসিটি ব্রান্ড—২০২২ ও জয়ী এ্যাওয়ার্ড—২০২১ পুরুস্কার পেয়েছি। আমি ব্যবসার লাভের অংশ থেকে ছয়শত শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে দাড়িয়েছি। সমাজের যারা বৃত্তবান আছেন তাদেরকে এই সকল অসহায় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করছি।
মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, একজন নারীর এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব সময় উৎসাহ দেন। নারীদের ঘরে বসে না থেকে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করা সম্ভব। তারই উদাহরণ তাহসীন বারী সুহার। সে একজন শিক্ষার্থী হয়ে নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …