শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে গ্রেফতার-৫, ইজিবাইক উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে গ্রেফতার-৫, ইজিবাইক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ । আজ ২৯ জানুয়ারি ভোর রাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নাটোর, রাজশাহী, পাবনা জেলার বিভিন্ন স্থান হতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া পুরাতন রেললাইন বাজার এলাকার পিতা-মৃত করিম মন্ডলের ছেলে মোঃ জহুরুল মন্ডল (৪০), নাটোর জেলার লালপুর উপজেলার সাদিপুর সরদারপাড়া এলাকার মৃত জামের উদ্দিন সরদারের ছেলে বাদশা সরদার (৪৫),রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ এলাকার মৃত তোরাব আলীর ছেলে মোঃ রতন হোসেন (২৮),নাটোর সদরের তেবারিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন (২৭) এবং নাটোর জেলার লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৬)। এসময় তাদের দেয়া তথ্য মতে খন্ডিত ইজিবাইক ও ইজিবাইকের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্ালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বিগত ২৬ জানুয়ারি বিকাল পৌনে৫ টার দিকে জনৈক মোহাম্মদ ইয়াকুব আলী তার ব্যাটারিচালিত ইজিবাইক বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাইপাস মোড় সংলগ্ন আমিনা হাসপাতালের পার্কিং এরিয়াতে রেখে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। চিকিৎসা শেষে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে ইয়াকুব তার ব্যবহৃত ইজিবাইক দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বুঝতে পারেন, তার ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। পরে ইজিবাইক চালক ইয়াকুব বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের সাথে সাথে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি’র নেতৃত্বে লালপুর থানা, বড়াইগ্রাম থানা, বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি ভোররাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নাটোর, রাজশাহী, পাবনা জেলার বিভিন্ন স্থান হতে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সন্দেহভাজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেখানোমতে উক্ত চুরি যাওয়া ইজিবাইক খন্ডিত অবস্থায় লালপুর থানাধীন ভাদুর বটতলা বাজার এলাকা হতে উদ্ধার করা হয়। উল্লেখ্য ধৃত আসামিরা বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী জেলায় সংঘবদ্ধভাবে ইজিবাইক চুরি করে আসছিলো। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক……..নয়ন আর্ট একাডেমির আয়োজনে স্থানীয় মহারাজা কেজি স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় শহরের …