রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ার প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীনের মৃত্যু

বাগাতিপাড়ার প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপড়ার প্রবীণ সাংবাদিক এবং উপজেলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মাহাতাব উদ্দীন আর নেই। রবিবার (২৮ জানুয়ারী) ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় উত্তরবঙ্গ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে হঠাৎ অসুস্থ্য হলে দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রবিবার বাদ যোহর জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …