রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / বড়াইগ্রামে ডালি পদ্ধতি সম্প্রসারণে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

বড়াইগ্রামে ডালি পদ্ধতি সম্প্রসারণে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম :
নাটোরের বড়াইগ্রামে অনাবাদি পতিত জমিতে ডালি পদ্ধতিসহ নতুন প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বাটরা গ্রামে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পার্টনারশীপ ইন ব্র্যাক—ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ বিজয় কৃষ্ণ বিশ্বাস। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, নগর ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা ও ব্র্যাক—ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ জহিরুল হক। পরে প্রধান অতিথি কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবসে অংশ নেন।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, বড়াইগ্রামে উদ্ভাবিত জলাবদ্ধ অনাবাদি জমিতে ডালি পদ্ধতিতে সব্জি চাষ সারা দেশে সমাদৃত হয়েছে। এমনকি বর্তমানে এ পদ্ধতিতে গণভবনেও চাষাবাদ হচ্ছে। বর্তমানে দেশে ২০ হাজার হেক্টর জলাবদ্ধ জমিসহ সোয়া দুই লাখ হেক্টর আবাদযোগ্য অনাবাদি জমি রয়েছে। এসব জলাবদ্ধ জমির পানিতে স্বল্প সময়ে দ্রুত বর্ধনশীল মাছ চাষ এবং উপরে ডালি ও বস্তা পদ্ধতিতে চাষাবাদ করে প্রতি ইঞ্চি মাটি চাষাবাদের আওতায় আনার প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …