রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ট্রাক চাপায় মসজিদের মুয়াজ্জিন নিহত

নাটোরের ট্রাক চাপায় মসজিদের মুয়াজ্জিন নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ট্রাক চাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামের এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে। আজ ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পশ্চিম বাইপাস এলাকায় নাটোর -রাজশাহী মহাসড়কের একডালা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমেদ শহরের নেংগুড়িয়া এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে। 

এলাকাবাসী জানায়, আজ ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজির আহমেদ। এসময় নাটোর থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাকটি নজির আহমেদকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …