রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের একটি ধর্ষণ মামলায় একজনের কারাদণ্ডাদেশ এবং অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত

নাটোরের একটি ধর্ষণ মামলায় একজনের কারাদণ্ডাদেশ এবং অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়ায় একটি অপহরণ ও ধর্ষণ মামলায় একটি ধারায় প্রধান অভিযুক্ত দুলাল(৩৮)কে যাবজ্জীবন জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। আজ ২৪ জানুয়ারি বুধবার বেলা এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। সেই সঙ্গে অপর একটি ধারায় একই আসামির ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। নিজামুদ্দিন নামের অপর আসামিকে বেকসুর খালাস দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্ৰামে ২০১০ সালের ২৩ জুলাই রাত আটটার দিকে ফিট টিমের ভাইকে ডাকতে বাড়ির বাইরে গেলে মামলার প্রধান অভিযুক্ত দুলাল চন্দ্র এবং নিজাম একই এলাকার ভিকটিমকে মুখে কাপড় গুঁজে দিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে যায় । সেখানে প্রধান অভিযুক্ত দুলাল ভিকটিমকে জোর করে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের গোংরানিতে পাশের বাড়ির লোকজন ছুটে এলে দুলাল ও নিজাম দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ২৫ জুলাই ভিকটিম বাদী হয়ে বাগাতিপাড়ায় থানায় হাজির হয়ে দুলাল চন্দ্র এবং নিজাম উদ্দিনের বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১৪ বছর পর আদালত ২ আসামি দুলাল চন্দ্র এবং নিজাম উদ্দিনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …