রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিলেটে হাসপাতালে হামলা—অগ্নিসংযোগের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

সিলেটে হাসপাতালে হামলা—অগ্নিসংযোগের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের উপর দুর্বৃত্তদের নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্সসহ সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মানববন্ধন করেছে।

সোমবার দুপুরে হাসপাতাল চত্ত্বরে মানববন্ধনকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশীদ আলম, মেডিকেল অফিসার ডা. মাশিয়াত আলম, ডা. মোক্তার হোসেন, ডা. অভিজিৎ রায়, সিনিয়র স্টাফ নার্স দিলরুবা খাতুন ও প্রধান সহকারি আবু মুসা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায়। এ সময় তারা চিকিৎসক—সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়া তারা কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …