রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / গম রপ্তানিতে আগ্রহী রাশিয়া

গম রপ্তানিতে আগ্রহী রাশিয়া

নিউজ ডেস্ক:

বাংলাদেশে গম রপ্তানি বৃদ্ধির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি। গতকাল সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান। দ্বিতীয় মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সাধন চন্দ্রকে অভিনন্দন জানান মান্টিটস্কি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, বন্ধু। গম রপ্তানির আগ্রহ প্রকাশ করায় খাদ্যমন্ত্রী রাশিয়ার দূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ‘অপার সম্ভাবনা’ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী। বাংলাদেশে প্রতিবছর গমের যে চাহিদা, তার বেশিরভাগটা পূরণ করতে হয় আমদানি করে। তার একটি বড় অংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। পরে সাংবাদিকদের চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রী জানান, ধান-চালের আড়তদারদের সঙ্গে বৈঠক করেছি। আগামী দুই একদিনের মধ্যে করপোরেটদের ডাকব। তাদের সঙ্গেও একই বিষয়ে কথা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের নানামুখী তৎপরতার কারণে চালের দাম কমে গেছে। আশা করি, দ্রুতই আবারও সহনীয় পর্যায়ে চলে আসবে। চালের দাম নিয়ন্ত্রণে আট বিভাগে অভিযান চালানো হবে, কোনো মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও গতকাল সচিবালয় থেকে ভার্চুয়ালি আট বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ মজুদবিরোধী কার্যক্রম গতিশীল করতে করণীয় শীর্ষক মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রী। ওই মতবিনিময় সভায় অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানান খাদ্যমন্ত্রী। লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুদ করলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …