শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ভূয়া চিকিৎসক আটক, ১ বছরের জেল

সিংড়ায় ভূয়া চিকিৎসক আটক, ১ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় আব্দুস সালাম (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে ১ বছরের সাজা দিয়েছে ভাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো উপজেলার পৌর শহরের বালুয়া বাসুয়ায় অভিযান করে পলিপস সেন্টার থেকে ঐ ডাক্তারকে আটক করেন। পরে তার নিকট ডাক্তারি কোন সনদ না থাকায় তাকে ১ বছরের সাজা প্রদান করে। 
জানা যায়, প্রায় ১৫ বছর ধরে আব্দুস সালাম সিংড়া শহরে পলিপস ও পাইলস সেন্টার নামে প্রতিষ্ঠান গড়ে ব্যবসা করে আসছেন।  সম্প্রতি তার চিকিৎসায় কিছু মানুষ প্রতারনার শিকার হন, অতিরিক্ত টাকা আদায় ও নামমাত্র ঔষধ দিয়ে সাইনবোর্ড সর্বস্ব ব্যবসা করায় বিভিন্ন মহলে সমালোচনা ছিলো।  
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, তার সনদ না থাকায় তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সেবা মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল ইসলাম জানান, এ বিষয় মোবাইল কোর্টে সে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে

ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *