শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বড়াইগ্রামে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
‘এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও উপহার প্রদানের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এশিয়ান টেলিভিশনের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর—৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া প্রতিনিধি সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অহিদুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, বাংলাদেশের আলো’র স্টাফ রিপোর্টার সাইফুর রহমান চৌধুরী, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি জাহিদ আলী, দৈনিক জনবাণী প্রতিনিধি মুক্তি রহমান, ৫২ টিভির প্রতিনিধি মসলেম উদ্দিন প্রধান, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার সৈকত হোসেন, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মাহবুব হোসাইন, ২৪ আওয়ার্স টিভি’র সুজন আহমেদ, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদা খাতুন, ভবানীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক শরিফুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও কেক কাটা শেষে অতিথিদের হাতে ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি নাহিদুল ইসলাম। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …