শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর থানার ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১৪ বছর পর ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নাটোর সদর থানার ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ১৪ বছর পর ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

নিজস্ব প্রতিবেদক:

নাটোর সদর থানার ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেলাল হোসেনকে ১৪ বছর পর ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে ঢাকার সাভার থানার ১ নং কলমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল হোসেন নাটোর শহরের উলিপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত জব্বার হোসেনের ছেলে। আজ সোমবার এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পনী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার।

র‌্যাব জানায়, ২০১০ সালের ১১ জানুয়ারী নাটোর সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আম বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে একটি পার্স ব্যাগ,একটি ছবি ও একটি নোটবুক উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত রিপোর্টে জানা যায় ওই নারীকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ওই এলাকা থেকে জোৎস্না বেগম নামে একজনকে আটক করে। এসময় জোৎস্নার স্বামী বেলাল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে গ্রেফতারকৃত জোৎস্না বেগম ও তার স্বামী বেলাল হোসেনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে জোৎস্না বেগম ও বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা করে জরিমানার আদেশ দেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকার সাভার থানার ১ নং কলমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ দুপুরে গ্রে্রফতারকৃত বেলাল হোসেনকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …