শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
সড়ক দুর্ঘটনা

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পরে নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ঢাকাগামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশনে সিগন্যাল পায়। স্টেশনে পৌঁছানোর আগ মুহুর্তে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় রেল লাইন পারাপার হওয়ার সময় এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার এবং আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন। যেহেতু দুর্ঘটনায় মরদেহটি ক্ষতবিক্ষত হয়েছে সে কারনে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …