শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে সাথী ফসল চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

লালপুরে সাথী ফসল চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,লালপুর :
নাটোরের লালপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদে কৃষকদের সাথে আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মনিহারপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মোঃ ওমর আলী।


বিএসআরআইয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো: আবু তাহের সোহেল এর সভাপতিত্বে ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কৃষক আজগর আলী প্রমূখ।


এসময় বক্তারা আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথী ফসল হিসেবে আলু, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বিষয়ে কর্মশালায় কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পরে কৃষক আজগর আলীর জমিতে আখের সাথে সাথী ফসল হিসাবে আলু চাষের প্লট পরিদর্শন করেন অতিথিরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …