রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে চালকের হাত-মুখ বেঁধে ইজিবাইক ছিনতাই

নন্দীগ্রামে চালকের হাত-মুখ বেঁধে ইজিবাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালকের হাত-মুখ বেঁধে জলাশয়ে ফেলে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ করেছেন প্রাণে বেঁচে যাওয়া ওই চালক।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব-স্টেশন এলাকায় এঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক সেলিম হোসেন (৪২) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

অভিযোগে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের ন্যায় সেলিম হোসেন বাড়ি থেকে ব্যাটারি চালিত ৩ চাকার ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে উল্লিখিত এলাকায় পৌঁছিলে হঠাৎ পিছন থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার ইজিবাইকের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কার থেকে ৪জন নেমেই ইজিবাইক চালক সেলিম হোসেনের হাত-মুখ বেঁধে গাড়িতে তোলে। এরমধ্যে ১জন সেলিম হোসেনের ইজিবাইক ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। কার গাড়িতে থাকা অন্য ৩জন সেলিম হোসেনকে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় কুন্দারহাট-রুপিহার বাজারের মাঝামাঝি মহাসড়কের জলাশয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে চালক সেলিম হোসেনকে উদ্ধার করে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্তদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …