রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আলম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১১ জানুয়ারি ২০২৪) রাত ৭ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর মোকসেদ এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের গনি মন্ডলের ছেলে জানা যায়, গৌরীপুর আলম তার শশুড় বাড়ি বেড়াতে আসে। রাতে শশুড় মোকসেদের বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় লালপুর গামী দ্রুতগামী মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …