সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোদী

নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মোদী

নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নেতৃত্বে বাংলাদেশের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ৮ জানুয়ারী প্রেরিত একটি অভিনন্দন পত্রে আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তাঁর দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল ক্ষেত্রে গভীরতর হতে থাকবে।

তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন যে, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে। পত্রটিতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও দেখুন

সিংড়ায় ২৭৬০ জন কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ …