নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৯০ হাজার টাকার খড় পুড়ে ছাই

হিলিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৯০ হাজার টাকার খড় পুড়ে ছাই


নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একযোগে ০৯ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০ টা ৯ মিনিটে আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দ্রæত দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে।

আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামের জহুরুল ইসলামের ১ বিঘা জমির খড়,মজিদের ১ বিঘার খড়,আসমান এর ১৬ বিঘা জমির খড়,আলীম এর ১ বিঘার খড়,আনোয়ার এর ২ বিঘার খড়,আব্দুল খালেক এর ১ বিঘার খড় ও মানিক এর ১ বিঘার জমির খড় পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের খড়ে পালা পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন জানান,রাত ১০ টার দিকে আমার মেয়ে জানালা দিয়ে দেখতে পাই পাশ্বের বাড়ির খলায় খড়ের পালায় আগুন জ্বলছে। পরে আমরা বের হয়ে চিৎকার করলে এলাকাবাসীরা এসে আশেপাশের পুকুরের পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। পরে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দ্রæত ছুটে যান হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন।এরপর ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা থেকে আরও ২ টি ইউনিট অংশ গ্রহণ করেন আগুন নিভাতে। তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই গ্রামের ঘরবাড়িগুলো।

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান জানান,নাশকতা ঘটাতেই দুষ্কৃতকারীরা রিকাবী গ্রামের ১০ টি খড়ের পালায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, দুর্বৃত্তরা খড়ের পালাতে আগুন দিয়েছে। এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শত্রæতামূলক ভাবেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুই বছর আগেও একই ব্যক্তির খড়ের পালায় আগুন লাগে। আমরা তদন্ত করছি,পরে বিস্তারিত জানানো হবে।

আরও দেখুন

হাকিমপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ ষ্ঠ প্রথম ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের …