শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার

বড়াইগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে মাঠে অভিযানে নেমেছে পুলিশ।

মাঝগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোস্তাক হোসেন জানান, তিরাইল রিফুজিপাড়া গ্রামে আঞ্জুয়ারা বেগম (৪৫) ও রেঞ্জু সরকার (৫৫) দম্পতির দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে দ্বন্দ শুরু হলে ছেলে রাব্বী হেসেন তিনটি দেশীয় অস্ত্রো নিয়ে বাবাকে হত্যা করার উদ্দেশ্যে তারা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাব্বীকে একটি ঘরে আটকিয়ে রেখে পুলিশে খবর দেয়। রাব্বীর মা ছেলেকে ঘরের দরজা খুলে দিলে সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে অস্ত্র¿ উদ্ধার করে।

রেঞ্জু সরকার বলেন, আমি দুইবার স্ট্রোক করে অসুস্থ হওয়ায় কোন কাজ করতে পারি না। আমার স্ত্রী ও ছেলে কাজ করে সংসার চালায়। যার কারনে আমার স্ত্রী ও ছেলে আমাকে মাঝে মাঝে মারপিট করে। বিকেলে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে আমাকে চামচ দিয়ে আঘাত করে। আমি প্রতিকার করলে আমাকে আরো মারপিট করতে থাকে। ছেলে এসে অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে তারা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
আঞ্জুয়ারা বেগম বলেন, আমার স্বামী আমাকে মাঝে মাঝে মরপিট করে। বিকেলে আমাকে মারপিট করলে ছেলে বাবাকে ভয় দেখানোর জন্য তারা করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাব্বী হোসেনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …