শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনপাড়া পৌর এলাকার হারোয়া কালিবাড়ি এলাকার এই ঘটনা ঘটে। এ ঘটনার আজিম সরকার (৬৯) ও খোকন ব্যপারি (৪০) নামের নৌকার কর্মীকে মারপিট করার হয়েছে। আজিম সরকার বাদি হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালিবাড়ি এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে আব্দুল রহমানসহ ১০ থেকে ১২জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় দোকানদার শিশির হোসের জানান, বৃহস্পতিবার রাত সারে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আলোচনা শেষে দিকে সবাই চলে যায় । পরে শুক্রবার ভোর পাঁচটার দিকে দেখা যায় নির্বাচনী ক্যাম্পটিতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা পুলিশকে খবর দেয়।

আজিম সরকার বলেন, গত বুধবার সকালে সুলতান হোসেন আমাকে নৌকার প্রচারণায় অংশ নিতে নিশেধ করে। আমি নিশেধ না শুনলে হুমকি দেয়। শুক্রবার সকালে মসজিদের একটি কাজ শেষ কলে যাওয়ার পথে আমাখে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাকে মারপিট করে। আমাকে উদ্ধার করতে খোকন ব্যাপারি এগিয়ে আসলে তাকেও মারপিট করে। সুলতান হেসেন বলেন, আমি কাউকে হুমকি বা মারপিট করার সাথে জড়িত নাই। এই ঘটনায় আমি কিছুই জানি না।

বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজিম সরকারসবাদি হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সকারী রিটার্নিং কমকর্তা ও উপজেলা নির্বাহী কমকর্তা আবু রাসেল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …