রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে নিজ কর্মীদের হাতে বিএনএম প্রার্থী দুই ঘন্টা অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জে নিজ কর্মীদের হাতে বিএনএম প্রার্থী দুই ঘন্টা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

নির্বাচনকে কেন্দ্র করে মতানৈক্য ঘটায় নিজ কর্মীদের হাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিনকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের পর নিজ বাড়িতে পৌছে দেয়া হয়েছে। পুলিশ ও প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট নামক স্থানে।

অভিযোগে জানা গেছে, গতকাল বুধবার রাত ৯টার দিকে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন বটতলাহাট এলাকায় তার এক কর্মী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কি থাকবেন না এনিয়ে দুজনের মধ্যে মতানৈক্য তৈরী হয় এবং উত্যক্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে সেখানে আব্দুল মতিনকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার বাড়িতে পৌছে দেয়।

বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা আমার নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়ায় তাদের সাথে আমার কিছু মতানৈক্য সৃষ্টি হয় এবং উচ্চবাচ্য হয়। পরে প্রশাসনের কর্মকর্তারা আমাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চতের জন্য পুলিশ সদস্যদের তাদের সঙ্গে দেয়া হয়েছে। তারপরও কোন প্রার্থী যদি কোন শঙ্কার মধ্যে থাকেন তাহলে আমাদের জানালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল ওদুদ বলেন, একজন প্রার্থীকে এভাবে অবরুদ্ধ করে রাখা দুর্ভাগ্যজনক। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …