রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের গণসংযোগ ও পথসভা

নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের (দোলনা প্রতিক) সমর্থনে দুই উপজেলা জুড়ে গণসংযোগ, শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বড়াইগ্রামের বনপাড়া থেকে শুরু হয়ে আহম্মেদপুর, মৌখাড়া, নাজিরপুর, গুরুদাসপুর, চাঁচকৈড়, কাছিকাটা, ল²ীকোল, জোনাইল, রাজাপুর ও ধানাইদহ ঘুরে পুনরায় বনপাড়া এসে এ কর্মসূচি শেষ হয়। এ সময় দুই উপজেলার গুরুত্বপূর্ণ বাজারঘাটসহ জনবহুল স্থানে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রার্থী সুজন আহম্মেদ বক্তব্য রাখেন।

এ সময় তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে এ আসনের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ভোটারদের দোয়া ও ভোট প্রার্থনা করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে ২০টি মাইক্রোবাস, ১০টি বাস তিন শতাধিক ইজিবাইক ও আড়াই শতাধিক মোটর সাইকেলে প্রায় তিন হাজার নারী ও পুরুষ এ শোডাউনে অংশ নেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …