রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় হেরোইনসহ কথিত সাংবাদিকের ভাই মাইনুল আটক

বাগাতিপাড়ায় হেরোইনসহ কথিত সাংবাদিকের ভাই মাইনুল আটক

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া :
নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ কথিত সাংবাদিক মিজানুর রহমানের সহোদর (ভাই) মাইনুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানাধীন মাড়িয়া সরকারপাড়া গ্রামে মাইনুলের নিজ বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন ও আলামতসহ তাকে আটক করে।

সে একই গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে ও মিজানুর রহমানের ছোট ভাই। সরেজমিনে গিয়ে জানা যায়, মাইনুল একাধিক মামলার আসমি, তার ভাই কথিত সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুরের আশ্রয় ও প্রশ্রয়ে দৈর্ঘদিন ধরে মাদক ও নারী এনে দেহ ব্যবসা করে এলাকার উর্তি বয়সী তরুণদের এইসব অপকর্মের সাথে আসক্ত করাতেন। উক্ত অপকর্ম থেকে অর্জিত অর্থের নির্দিষ্ট পরিমাণ টাকা মিজান নিয়ে থাকেন বলে দাবি করেন স্থানীয়রা। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …