যুবলীগ নেতার কব্জি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের জামিন মঞ্জুর
নাটোর প্রতিনিধি
নাটোরে পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন আলীর কবজি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের জামিন মঞ্জুর করেন আদালত। আজ ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলম এই জামিন মঞ্জুর করেন। মামলার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলি মুকুল,সেন্টু মোট চারজন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। এসময় আদালত শরিফুল ইসলাম রমজান,সৈয়দ মোস্তাক আলি মুকুল এবং সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করলেও যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আসামীদের পক্ষে জামিন আবেদন করেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
উল্লেখ্য চলতি মাসের ২৩ তারিখে নাটোর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মিঠুন আলীর উপর হামলা চালিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত মিঠুনের ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামী করে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ জনের নামে মামলা দায়ের করেন।