রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / কবি তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘বিষাদক্ষণ’

কবি তনুশ্রী কুণ্ডু’র কবিতা ‘বিষাদক্ষণ’

তনুশ্রী কুণ্ডু

বিষাদক্ষণ

তুমি কথা না বললে
অভিমানে ভারী হয় রাত্রির বুক,
নীরবতা জমে। উঠোনে বিরহ
যাপন করে সুবাসিত হাসনাহেনা।
তুমি কথা না বললে উল্টোতে
চায় না পঞ্জিকা, ধুলো জমে ঘড়ির কাঁটায়।
তুমি কথা না বললে আমি একা হয়ে যাই,
অসহায় আকুতি নিয়ে ঝরে পড়ে কামনার স্বেদ।
তুমি কথা না বললে এলোমেলো লাগে,
অগোছালো হয় শাড়ির কুচির সবকটা ভাঁজ।
তুমি কথা না বললে কর্কশ লাগে পাখিদের গুঞ্জন,
মেঘে ঢেকে যায় ভরা পূর্ণিমা।
কাজল পরি না, আঁকি না কপালে
চন্দ্রমল্লিকা, খোঁপায়ও আঁটি না সপ্তর্ষিমণ্ডল।
তুমি কথা না বললে যেন কিছুই হয় নি
ভাব করে চা খাই, লুকাই নিজের শিশুবৎ চঞ্চলতা।
তোমাকে না শোনার অভিমানে
কতবার নীরবে করি আত্মহনন,
কতবার তোমার ওষ্ঠের কাছাকাছি
গিয়ে যে ফিরে আসি কতবার,
বুঝবে না! শুধু তোমায় শুনতে না পারায়।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …