বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে নতুন করে ১১ করোনা রোগী শনাক্ত

নাটোরে নতুন করে ১১ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আজ নতুন করে আরো ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বাগাতিপাড়ায় ৫ স্বাস্থ্যকর্মীসহ মোট ৮জন, গুরুদাসপুরে ১জন এবং নাটোর সদরে ২জন রয়েছে। এ পর্যন্ত নাটোর জেলায় মোট আক্রান্ত ১৭১ জন। নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা: মিজানুর রহমান জানান, আজ রামেকের দুটি ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এদের মধ্যে নাটোরে ১১ জন রাজশাহীর ১৬জন এবং পাবনার রয়েছে একজন। তিনি বলেন, টেলিফোনে বিষয়টি জেনেছেন। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …