শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / ৬ জুন ঘটে যাওয়া ঘটনাসমূহ-

৬ জুন ঘটে যাওয়া ঘটনাসমূহ-

নিউজ ডেস্ক:
পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ৬ জুন ঘটে যাওয়া ঘটনাসমূহ-

ইতিহাস

১৬৫৪ – সুইডেনের রানী ক্রিস্টিনার রাজসিংহাসন ত্যাগ।

১৬৬০ – সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান।

১৭৫২ – একটি ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর ১৮ হাজার ঘরবাড়িসহ প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়।

১৮০১ – স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।

১৮০৮ – নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।

১৮০৯ – সুইডেনের সংবিধান প্রনয়ণ করা হয়।

১৮৩৩ – আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনই প্রথম প্রেসিডেন্ট, যিনি ট্রেনে চড়েন।

১৮৮২ – আরব সাগরে উত্থিত সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে।

১৮৮৪ – ভারতের সেনাবাহিনী সেদেশের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে শিখদের বৃহৎ স্বর্ণ মন্দিরে অভিযান চালায় এবং প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।

১৯১৯ – সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৯৬৪ – ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৭২ – রোডেশিয়ায় কয়লাখনি বিস্ফোরণে ৪৩১ জন নিহত।

১৯৭৫ – বাংলাদেশে সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা।

১৯৮২ – দখলদার ইসরাইলী বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।

১৯৮৩ – কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৮৯ – সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত।

১৯৯১ – ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।

১৯৯৩ – সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।

১৯৯৪ – কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত।

জন্ম

৬৭৯ – হজরত উম্মে সালমা (রা.)।

১৭৯৯ – রাশিয়ার মহাকবি ও লেখক আলেকজান্ডার পুশকিন।

১৮৭৫ – নোবেল জয়ী সাহিত্যিক টমান মান।

১৯০১ – আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি ড. আহমদ সুকর্নো।

১৯১১ – ভারতীয় বাঙালি লেখক নীহাররঞ্জন গুপ্ত।

১৯৩৫ – নোবেল শান্তি পুরস্কারে ভূষিত তিব্বতের ধর্মগুরু দালাইলামা।

মৃত্যু

১৭৫৫ – ফরাসি লেখক লুই সেন সিমুন।

১৭৭৭ – দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিড়ম্বিত নবাব মীর কাসিম আলী।

১৮৩২ – ব্রিটিশ দার্শনিক জেরেমি বেনথাম।

১৮৬৭ – কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পন্ডিত।

১৯১৯ – শিক্ষাবিদ ও প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

১৯৭২ – কবি হুমায়ুন কবির।

২০১৪ – বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম

আরও দেখুন

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ । …