শুক্রবার , ফেব্রুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কবি সুখময় বিপলু’র কবিতা ‘গর্ভধারিণী’র প্রতি’

কবি সুখময় বিপলু’র কবিতা ‘গর্ভধারিণী’র প্রতি’

কবিঃ সুখময় বিপলু

কবিতাঃ গর্ভধারিণী’র প্রতি

ডিজিটাল পাতা ভ’রে জ্বাল দেয়া ভাব-রসে আহা কত তোমার বন্দনা!
হৃদয়জ টান উস্কে দিবসের ফাঁদে মুড়ে পুঁজি লোটে মুনাফা মন্দ না!!

নিজে ক্ষয়ে ঝঞ্ঝা সয়ে অসীম আদরে আগ্লে যে বাঁচায় নাড়ি ছেঁড়া ধন,
স্বর্গাধিক সেরা তাকে কর্পোরেট পণ্যে ভজা সময়ের নিয়ম এখন।

কুয়োর ব্যাঙের মতো আমার জোটে না মোটে ভালবাসা-ভক্তি রাশি রাশি,
কেবল তুমি-ই জান খাদে ও নিখাদে সত্যি তোমায় কেমন ভালবাসি!

জ্বালিয়ে জঠরে ফের নাড়ি কাটা হয়ে পরে সদা জ্বালাই জীবনভর,
যেহেতু জানাই থাকে তোমার কোলেই ঠাঁই আছে নিরাপদ নিরন্তর।

ত্রিভুবনে কারো সাথে মূল্য পরিমাপে কভু তুল্য তুমি হবে না কখনো,
তাই শুধু দুধেভাতে গড়াকে না, বলো আরো না অসম-ভোগের জীবনো।
ঢের হলো আবেগের আতিশয্যে চলাচল, এবার আমায় পাল্টে দাও;
পার যদি প্রথাভাঙা নব জয়ে দ্রোহবিদ্যা, রণ ছেলে-মেয়েকে শেখাও।

যেমন মাটি ও তৃণ আজন্ম একাত্মরূপে অমলিন রয় মৌন মনে,
তেমন করেই নিত্য শোণিত প্রবাহে জ্যান্ত থেকো তুমি বিনা আভরণে।

আরও দেখুন

স্বপনচারিনীর বসন্ত বিলাস 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,মীম সরদার তুমি কি-সেই স্বপ্নের মানব    তুমি অবতার কোথায় পাব ; সুদর্শন আকৃতি …