সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ​গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

​গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ২৭০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীর সহযোগিকে আটক করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন শনিবার গভীর রাতে ওই অভিযান পরিচালনা করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের শাহপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীর সহযোগি রাজু আহম্মেদকে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে ২৭০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৮,৫০৫ টাকাসহ তাকে আটক করা হয়। আটকৃতদের বাড়ি চাঁচকৈড় কাচাড়িপাড়া মহল্লায়। আটকৃত আসামীদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …