নারদ বার্তা ডেস্কঃ
৯ থেকে ৩০শে অক্টোবর, মোট ২২দিন প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ-আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এমন ঘোষণা সাপেক্ষে নিজ দপ্তরে ব্রিফ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
প্রতিমন্ত্রী জানান, ‘মা ইলিশ ধরা নিষিদ্ধ সময়ের আগেই ইলিশ সমৃদ্ধ ৩৫ জেলার ১৪৭ উপজেলায় মোট ৪ লাখ ৮ হাজার ৩২৯টি জেলে পরিবারকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।’
একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘বাজারে ইলিশের দাম বেশি মধ্যস্বত্বভোগীদের কারণে, তবে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা রয়েছে।’