নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকের লজ্জাজনক পরাজয় হয়েছে ১০ নং কদিমচিলান ইউপি’তে। এ ইউনিয়নের ৯ কেন্দ্রের একটিতেও জিততে পারেনি নৌকা। এসব কেন্দ্রে ৩ হাজার ৯৪৯ ভোট পড়েছে নৌকা প্রতীকে। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজার সাথে ঘোড়া প্রতীকে এককভাবে প্রতিদন্দীতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (বিদ্রোহী) আনছারুল ইসলাম। শুধুমাত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সকলের আকর্ষনের কেন্দ্র ছিলো এই ইউনিয়নের নির্বাচনে।
তবে দুই প্রার্থীর চরম প্রতিদ্বন্দ্বিতা আশা করলেও নৌকার কর্মী সমর্থকদের চরম হতাশায় ডুবিয়েছেন নৌকার প্রার্থী সেলিম রেজা মাষ্টার। বিদ্রোহী প্রার্থী আনছারুলের ঘোড়ার কাছে লজ্জাজনক পরাজয় ঘটেছে নৌকা প্রতীকের। ইউনিয়নের ৯টি কেন্দ্রের একটিতেও পাশ করতে পারেনি নৌকা। উপজেলা নির্বাচন অফিসের সূত্রমতে ইউনিয়নের বৈধ ১২০৬৯ ভোটের মধ্যে ৪১৭১ ভোটের ব্যবধানে নৌকা পরাজিত হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …