মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার: পরিকল্পনামন্ত্রী

৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক: সরকারের ১১ বছরে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে অনেক কিছু হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে।’

শনিবার (৩০ নভেম্বর) মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নির্মিত ‘প্রবীণাঙ্গন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৯২ ভাগ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে সরকার। কিন্তু এই পরিবর্তন একটি রাজনৈতিক দল স্বীকার করছে না। এই পরিবর্তন তাদের চোখে পড়ে না। আরেকটি রাজনৈতিক দল দেশে জঙ্গিদের কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা দেশে জঙ্গিবাদ বিস্তার করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কর্ণফুলীর নিচে টানেল বানাচ্ছি। নদীর ওপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি। রূপপুরে পারমাণবিক বিদুৎকেন্দ্র বানাচ্ছি। আমরা সব জেলাকে চার লেনের মধ্যে নিয়ে আসবো। সব রেলকে ডাবল লাইনের মধ্যে নিয়ে আসবো।’

অনুষ্ঠানে মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *