রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ৮ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তুতি

৮ মে থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তুতি

নিউজ ডেস্কঃ
শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে।

শনিবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান ইউএনবিকে বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি দেয়া হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব এয়ারলাইন্স এবং বিমানবন্দরকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে’।

বেবিচক চেয়ারম্যান বলেন, এয়ারলাইন্সকে সর্বোচ্চ ৭০-৭৫ শতাংশ যাত্রী বহন করার অনুমতি দেওয়া হবে এবং ফ্লাইটের সংখ্যা সীমিত থাকবে। অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্য নির্দেশনা বজায় রাখা জরুরি।

এর আগে ২১  মার্চ বাংলাদেশ আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করে। পরে ২৪ মার্চ সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সব অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল কার্যক্রম স্থগিত করে।

সরকার শনিবার পর্যন্ত দেশে ১৭৫ জনের মৃত্যু এবং ৮ হাজার ৭৯০ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …