নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৮ কিলোমিটারে লেবুর দাম বেড়েছে হালিপ্রতি ১০থেকে ১২ টাকা। সদর উপজেলার হালসা থেকে নাটোরের দূরত্ব ৮ কিলোমিটার। সেখান থেকে এই লেবু শহরে আসতে প্রতি পিস এই দুই থেকে আড়াই টাকা দাম বেড়ে যাচ্ছে। বাগানে প্রতি হাজার লেবু বিক্রি হচ্ছে ৬থেকে ৭হাজার টাকায়।
কিন্তু সিন্ডিকেটের হাতে পড়ে সেই লেবু হালিপ্রতি ১০থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে বাজারে। হালসার লেবু চাষী কাউসার হাবিব জানান তাদের ১৫ বিঘা একটি বড় লেবু বাগান আছে। চায়না জাতে প্রত্যেকটি লেবু ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের হয়েছে । বাগান থেকে পাইকাররা ৬ থেকে ৭ হাজার টাকা প্রতি হাজার কিনে নিয়ে যাচ্ছে।
অন্যান্য বছরের তুলনায় এবার লেবুর দাম খুবই ভালো পাওয়া যাচ্ছে। আরেক বাগানি লুৎফর রহমান জানান,এলাকায় ১শর অধিক বাগানি অন্যান্য বারের তুলনায় এবারে ভালো মুনাফা লাভ করেছে। তবে উৎপাদন বেশি হয় বর্ষাকালে। তখন লেবুর দাম খুবই পড়ে যায়। করোনা ভাইরাস আক্রমণ প্রতিরোধে ভিটামিন সি জাতীয় খাবার খেতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
একেবারে প্রাকৃতিক উপায়ে ভিটামিন সি-এর প্রধানতম উৎস এই লেবু। তাই এই সময়ে লেবুর দাম বেড়ে গেছে বলে মনে করে কৃষি বিভাগ।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …