সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ৭ মার্চ উপলক্ষে বাগাতিপাড়া মডেল থানার আনন্দ উদযাপন

৭ মার্চ উপলক্ষে বাগাতিপাড়া মডেল থানার আনন্দ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে চুড়ান্ত উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে থানা চত্বরে এ উপলক্ষে সুদৃশ্য কেক কেটে এই আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন সূচনা হয়।

এ সময় প্রজক্টরে ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউনুস আলী। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, অবসর প্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান, মানবাধিকার কর্মী জুবায়দা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে মডেল থানার ওসি তদন্ত আবু সাদাদ।

এর পরে স্থানীয় শিল্পDদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …